অনলাইনে কেনাকাটা তুলনামূলক কম দাম আর ঝামেলা কম হওয়ায়, প্রথাগত শপিং মলের বাইরে দেশে এখন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বিভিন্ন অনলাইন শোরুম। ড্রেস, জুয়েলারি, কসমেটিকস, ব্যাগ, ঘড়ি কিংবা জুতার অনলাইন শপিং পেইজ এ ক্লিক করেননি, এমন ফেইসবুক বা অনলাইন ব্যবহারকারী এখন খুজেঁ পাওয়া কঠিন। বর্তমানে কম সময়ে ঘরে বসে বেচা কেনার জন্য জনপ্রিয় মাধ্যম অনলাইন শপিং । কম্পিউটারে নেটে বসে ক্লিক করলেই হলো । ছবি দেখে পছন্দের পণ্য খুজেঁ বের করে অর্ডার করা বা সে অনুযায়ী অর্ডার নেয়া।তারপর যেখানেই থাকুন না কেন পছন্দের পণ্যটি দ্রুত পৌছে দেয়া হবে আপনার দোরগোড়ায় । সময় বাঁচাতে অনলাইনে প্রায় সব পণ্যই, ঘরে বসে কেনা বেচা করছেন, শহরের ব্যস্ত মানুষ।
শুধু দেশে নয়,দেশের অনলাইন ব্যবসায়ীদের প্রসার বাড়ছে দেশের বাইরেও। মার্কেটে শো-রুমের জন্য গুণতে হয় বড় অঙ্কের পুজি,তাই ব্যয় সাশ্রয়ের জন্য অনলাইন শপ। দোকান ভাড়া ,কর্মচারী ভাড়া ,বিদ্যুৎ বিল সহ আনুষাঙ্গিক খরচ না থাকায় অনলাইন শপ এ পণ্যের দামটাও থাকে হাতের নাগালের মধ্যেই বলে জানালেন মুন জুয়েলারীর স্বত্বাধিকারী জিনিয়া ইসলাম মুন। আর এ জন্য দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন শপিং। ক্রেতারাও খুশি দেশে অনলাইন শপিং এর প্রসারে। এ ব্যবস্থায় ক্রেতারা হোম ডেলিভারির পাশাপাশি অনলাইন ব্যবসায়ীর বাসায় গিয়ে পণ্য দেখে শুনে বুঝে নিতে পারেন । অনলাইন ব্যবসার বিষয়টিকে আরও জনপ্রিয় করতে রাজধানীর দৃক গ্যালারিতে মেলার আয়োজন করেছেন অনলাইন ব্যবসায়ীরা। চাকরীর পাশাপাশি সময় কম দিয়ে অনলাইন ব্যবসা করা যায় আর এজন্য এখন অবসর সময়টুকু অনেকেই অনলাইন ব্যবসায় কাজে লাগাচ্ছে বলে জানালেন এই ব্যবসায়ীরা। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে,দ্রুত এদেশেও ই- শপিং এর বিস্তার ঘটবে এমনটাই প্রত্যাশা অনলাইন ক্রেতা-বিক্রেতাদের।