কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আপনারা অনেকেই হয়তো জানেন আর যারা জানেন না তাদের জন্য এই লেখা। তো কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। অনেক ধরনের সফটয়্যার পাওয়া যায় যা দিয়ে পোর্ট্যাবল সফটয়্যার বানান যায়। কিন্তু আজ আমি এমন একটি পদ্ধতি দেখাব যে পদ্ধতি দিয়ে কোন ধরনের সফট্য়্যার ছাড়া আপনি তৈরি করতে পারবেন পোর্ট্যাবল সফটয়্যার। তো চলুন দেখি কি ভাবে এটি করা যায়-
আপনি যে সফট্য়্যার টি পোর্ট্যাবল ভার্সন করবেন সেটিকে আপনার পিসি তে ইনস্টল করুন। ইনস্টল করার পর সোজা চলে জান সি ড্রাইভে যেখানে আপনার সফট্য়্যারটির ডাইরেক্টরী। এবার ডাইরেক্টরী থেকে সফটয়্যার টির ফাইল গুলো কপি করুন এবং কপি করা ফাইল গুলো আপনার পেন ড্রাইভ অথবা অন্য যে কোন জায়গায় পেষ্ট করুন। পেষ্ট হয়ে গেলে এবার কপি করা সফটয়্যার টি দেখুন পোর্ট্যাবল হয়েছে কি না। আশা করি ১০০% কাজ হবে।