আস্-সালামু আলাইকুম,
প্রিয় বন্ধুরা আমরা অনেক সময়ই আমাদের কম্পিউটারে কিছু কাজ( যেমন- ডাউনলোডিং, কনভার্টিং, ডেটা ট্রান্সফারিং ইত্যাদি) করে থাকি যার জন্য অনেকটা সময় ধরে আমাদের অপেক্ষা করতে হয়। এই সময়ের মাঝে আমাদের দৈনন্দিন অনেক কাজও থাকে যা অনেক সময় ঠিক ভাবে করা হয় না অথবা অনেকটা রাত পর্যন্ত জেগে থাকতে হয় এসব কাজের জন্য ,অপেক্ষা করতে হয় কম্পিউটারটি বন্ধের জন্য । এর ফলে যেমন আমাদের প্রতিদিনের কাজে অসুবিধে হয় তেমনই রাত জাগার ফলে শরীরও অনেক সময় খারাপ হয়ে যায়। তাই একটি ছোট মাপের গেজেট দিয়ে আপনি ঠিক করে রাখতে পারেন কতটা সময় পর আপনার কম্পিউটার টি বন্ধ হবে অথবা রির্স্টাট নেবে।
গেজেট টির সাইজ মাত্র ৬৯ কিলোবাইট। তাই
এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করে নিন। আশা করি ভাল লাগবে।
সবশেষে,
অনুগ্রহ করে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক সময়ে পড়ার চেষ্টা করুন।
আমার জন্য দু’আ করবেন। আল্লাহ্ তায়ালা আপনাদের সুস্থ রাখুন।
আল্লাহ্ হাফেজ