কেমন আছেন সবাই , আজ আপনাদের জন্য নিয়ে এলাম ২০১৪ এর – CCleaner . এটি অসাধারণ এক সফটওয়্যার , সিক্লিনার চাহিদা বিশ্ববেপি জনপ্রিয় , এটার latest pro version টা এতো বেশি উন্নত যা সবার কল্পনা কে হার মানাবে, আর আপনার কম্পিউটার রাখবে সবসময়ই নতুন এর মত ।
সিক্লিনারের ফিচার সমূহঃ
১/কম্পিউটারে যেই ড্রাইভের উপর বেশি প্রভাব পড়ে তা হল সিড্রাইভ। আজ আপনাদের জন্য নিয়ে এলাম অসাধারণ এক সফটওয়্যার সিক্লিনার। এই সফটওয়্যার আপনার সিড্রাইভ করে দিবে সুরক্ষিত।
২/আপনার ব্রাউজার এ প্রতিনিয়ত তৈরি করি cookies,cash,junk file আর ও নানা অপরজনিও ফাইল জা আপনার কম্পিউটার ক প্রতিনিয়ত slow করে তুলছে , তার মুক্তি দিবে সেই ফাইল গুল এর মাধ্যমে মুছে ফেলতে পারবেন ।
৩/এর আর ও নানাবিদ উপকার রয়েছে যেমন registery fixed করা , ইতাদি
আপনার কাছে সিক্লিনার না থেকে থাকলে
ডাউনলোড করে নিন। ডাউনলোড করা হয়ে গেলে ইনস্টল করে নিন।
ইনস্টল করা হয়ে গেলে ডেক্সটপ আইকন থেকে সিক্লিনার ওপেন করুন।
সর্বশেষ Run Cleaner বাটনে ক্লিক করলেই আপনার কম্পিউটারের অপ্রয়োজনীয় ফাইল গুলো ডিলিট হয়ে যাবে, ধন্যবাদ।
আর হ্যাঁ আপনাদের কার ও কোন সমস্যা হলে জানাবেন ।
PassWord = desitechtunes