নোটপ্যাড নিয়ে আরও দুইটি ট্রিকস নিয়ে হাজির হলাম। দুটোর কাজই সহজ, কেবল নিচের পদ্ধতি অনুসরণ করুন।নোটপ্যাড দিয়ে যেভাবে পার্সোনাল ডায়েরি তৈরি করবেনঃ
- প্রথমে Start/All Programs/Accessories থেকে Notpad Open করুন।
- তারপর টাইপ করুনঃ .LOG
- তারপর এটা Save করে নিন যে কোন জায়গায়। তারপর পুনরায় এটি Open করলে দেখবেন সময়-তারিখ Show করছে। অর্থাৎ আপনি যখন কিছু লিখতে যাবেন তখন এটি যখন লিখছেন তখনকার সময়-তারিখ Save করে রাখবে।
এবার Fake Error Message যেভাবে তৈরি তৈরি করবেনঃ
- প্রথমে নোটপ্যাডটা Open করুন।
- তারপর টাইপ করুন msg * Error: Your system is affected by virus !!!
এখানে আপনি " Your system is affected by virus !!! " এর জায়গায় অন্য লেখা লিখতে পারেন। এটাই Error Message হিসেবে Show করবে।
- তারপর File এ ক্লিক করে Save as... এ ক্লিক করুন। তারপর File name দিন virus.bat
- এবার Save করে নিন।
- তারপর .bat ফাইলটা Open করুন। দেখবেন এরকম Message আসবে। হা হা হা। কি মজা পাইলেন নাকি !
টা কোন ক্ষতিই করবে না। এটা আপনি মজা করার জন্য আপনার বন্ধুদের সাথে করতে পারেন।