বন্ধুরা সবাই ক্যামন আছেন আসাকরি সবাই খুব ভাল সুস্থ আছেন । আমিও আপনাদের দোয়াই লহুব ভাল অ সুস্থ আছি । যাই হক আজকে কোন সফটওয়্যার বা কোন পিসি টিপস বা কোন ব্লগার টিপস না আজকে আমি আপনাদের জন্য একটি প্রজুক্তি নিউজ নিয়ে এলাম এলাম । বিস্তারিত নিচে থেকে জেনে নিন ।
মোবাইল কোম্পানি স্যামসাং দেশের সবচেয়ে দামি ট্যাবলেট বাজারে আনল। স্যামসাং-এরই গ্যালাক্সি নোট প্রো এখনও পর্যন্ত বাজারে সবচেয়ে দামি ট্যাবলেট। এর দাম হবে ইন্ডিয়া টাকা হিসাবে ৬৫ হাজার ৫৭৫ টাকা। এর সঙ্গে ৩,৭৯৯ টাকা মূল্যের কভার বিনামূল্যে পাওয়া যাবে। গ্যালাক্সি নোট প্রো তে ২৫৬০*১৬০০ রেজোলিউশেনর ১২.২ ইঞ্চির এলসিডি স্ক্রিন রয়েছে। এই ট্যাবলেট অ্যান্ড্রয়েড ৪.৪ অপারেটিং সিস্টেমে চলবে এছাড়াও রয়েছে কাস্টম স্ত্রিন।
এই ট্যাবলেটে ১.৯ গিগাহার্টজ কাওক্ট কোর প্রোসেসরের সঙ্গে ৩ জিবি র্যাম রয়েছে। ৬৪ জিবির মাইক্রো এসডি কার্ড সাপোর্টের সঙ্গে ৩২ জিবি ইন্টারন্যাল মেমোরিও রয়েছে। এই ট্যাবলেটে ২ মেগাপিক্সল ফ্রন্ট ক্যামেরার সঙ্গে ৮ মেগাপিক্সল রিয়ার ক্যামেরাও রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি নোট প্রো ট্যাবলেটে ২জি,৩জি,ওয়াই-ফাই,ব্লুটুথ ৪.০,মাইক্রো ইউএসবি ৩.০ কানেক্টিভিটি রয়েছে। এছাড়াও রয়েছে ৯৫০০ এমএএইচের জোরাল ব্যাটারি।
আন্তর্জাতিক বাজারে এতদিন পর্যন্ত অ্যাপল-এর আইপড এয়ারই সবচেয়ে দামি ট্যাবলেট। এর দাম ৬৫ হাজার ৯০০ টাকা। মনে করা হচ্ছে স্যামসাং-এর এই ট্যাবলেট বাজারে আসায় দুই কোম্পানির টক্কর জোরদার হবে।