বন্ধুরা সবাই আশাকরি ভাল আছেন আমিও আপনাদের দোয়াই খুব ভাল আছি যাই হোক আজকে আমি আপনাদের জন্য দারুন একটি টিপস নিয়ে এলাম আশাকরি আপনাদের ভাল এবং কাজে আসবে । এর আগে আমি দেখিয়ে ছিলাম কিভাবে ব্লগার ব্লগে ইউটিউব ভিডিও পোস্ট করতে হয় । আর আজকে দ্যাখাবো কিভাবে সেই ভিডিও কে টিভি স্টাইল এ পোস্ট করবেন ।
এবার দেখে নিন কিভাবে এটাকে আপনার ব্লগে অ্যাড করবেন ঃ
১) আপনার ব্লগ লগ ইন করুন তারপর ড্যাশ বোর্ড থেকে Template এ ক্লিক করুন তারপর Edit HTML এ ক্লিক করুন ।
২) এবার আপনার কীবোর্ড এর
Ctrl+F প্রেস করে নীচের কোডটি খুজে বের করুন ।
]]></b:skin>
৩) এবার উপরের কোডটি খুজে পেলে তার ঠিক আগে বা উপরে নীচের কোডটি কপি করে পেস্ট করুন ।
.BloggerSpice-video-Share{background:url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqsSGuKlO2_WFUsb7mKDu2Qyj0NMu8Ua1s9sqJJaONpNGy_bmgVttpX-F24xuulac_m3GBixQef7z4gzS8kb0iZFzNcGSf1qrTeBt4OAWKCaihTp4BfVLs7FWPp4i0EWR7IIuWMruKQ5bh/s1600/BS+Monitor.png) no-repeat top center;height:458px;width:580px;padding-top:38px;padding-left:72px;;margin-left:30px}
৪) এবার Save Template এ ক্লিক করুন ।
৫) এবার আপনি জখুনি ইউটিউব ভিডিও আপনার ব্লগে পোস্ট করবেন তখুন নীচের কোডটি HTML হিসাবে পোস্ট করবেন ।
<div class="BloggerSpice-video-Share"> <iframe allowfullscreen="" frameborder="0" height="283" src="//www.youtube.com/embed/kHj7fqbNaQw?feature=player_embedded" width="511"></iframe> </div>
নোট ঃ উপরের গেরুয়া রঙ মুছে সেখানে ইউটিউব ভিডিও এর কোডটি বসিয়ে দিন । এবং সেই অনুজানি লাল রঙ এর কোডটি ঠিক করে নিন ।
==> আশাকরি বুজতে কোন সমস্যা হলনা যদি কোন সমস্যা হয় আমাকে জানবেন আমি হেল্প করতে চেষ্টা করবো ।
==>> ভাল থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ্ হাফেজ । ভাল লাগলে একটি কমেন্ট পোস্ট করবেন ।