আসসসালামু আলাইকুম । আপনারা সবাই কেমন আছেন । আশা করি ভাল আছেন । আমাদের প্রায় সকলেরই ছোট বড় ব্লগ বা ওয়েবসাইট রয়েছে । আমরা আমাদের ব্লগ বা ওয়েবসাইটকে বিস্তার করার জন্য নানা রকম কৌশল অবলম্বন করে থাকি । তার মধ্যে একটি কোশল হল সার্চ ক্যাটাগরির মাধ্যমে বিস্তার করা । সার্চ ক্যাটাগরি বলতে আপনার ব্লগ বা ওয়েবসাইট Google, Yahoo বা অনান্য বিভিন্ন সার্চিং সাইটে যুক্ত করা । সার্চিং সাইট গুলোতে আপনার ব্লগ বা ওয়েবসাইটকে যুক্ত করলে ব্লগ বা ওয়েবসাইট সার্চ করা মাত্র তা অতি সহজেই সকলে পেয়ে যাবে ।
বন্ধুরা আজ আমি আপনাদের ব্লগ বা ওয়েবসাইটের জন্য সুন্দর একটি সাইট উপহার দেব । এই সাইটটির মাধ্যমে আপনি অতি সহজে আপনার ব্লগ বা ওয়েবসাইটকে
- Yahoo
- Google
- Bing
- Alo.
- Lycos
- Go
- Web Crawler
- Excite
- Altavista
- Dogpile
সাইট গুলোর সার্চ ক্যাটাগরিতে যুক্ত করতে পারবেন ।
প্রথমে
এই লিংকে ক্লিক করুন । সাইটটিতে ঢুকে গেলে দুটি বক্স দেখতে পাবেন । এখন প্রথম বক্সে আপনার ব্লগ বা ওয়েবসাইটের নাম বসান এবং দ্বিতীয় বক্সে আপনার ই-মেইল ID বসান এবং Submit এ ক্লিক করুন । আপনার কাজ শেষ এখন আপনার ব্লগ বা ওয়েবসাইটকে সার্চ করে দেখুন । সার্চের আগে আপনার সাইট চলে আসবে ।