আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন কিছু নিয়ে । এবার আসুন শুরু করি… আজ আমরা যে সফটওয়্যারটি সম্পর্কে আলোচনা করব তার নাম Time Stopper। আপনি এই সফটওয়্যারটি
ব্যবহার করে যে কোন Trial version software কে Full version করতে পারবেন ।
এই সফটওয়্যার দিয়ে আপনি নির্দিস্ট একটা সফটওয়্যারের সময়কে বেধে দিতে পারবেন। এর ফলে আপনার ট্রায়াল
পিরিয়ড কখনোই শেষ হবে না। সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে
ডাউনলোড ১.সফটওয়্যারটি এই ঠিকানা থেকে নামিয়ে সেটাপ করে চালু করুন।
২.তারপর যে সফটওয়্যারের সময় বেধে দিতে চান সে সফটওয়্যারটি সেটাপ করে চালু করুন।
৩.এবার Browse বাটনে ক্লিক করে যে সফটওয়্যারের সময় বেধে দিতে চান তার exe ফাইলটি select করুন।
(যেখানে আপনি সফটওয়্যারটি সেটাপ করেছেন তার exe ফাইলটি select করুন। )
৪. তারপর Chose the new date এ ক্লিক করে একটা তারিখ নির্ধারন করে দিন।
আপনার তারিখটা যেন ট্রায়াল সফটওয়্যারটির ট্রায়াল পিরিয়ডের বাইরে না হয়।
সফটওয়্যারটি যেদিন সেটাপ করবেন তার পরবর্তী তারিখ নিবার্চন করুন ।
(যেমন: আমি সফটওয়্যারটি 11/3/2014 তারিখে সেটাপ করেছি কিন্তু তারিখ নির্বাচন করেছি
11/3/2014 )
৫.এখন ট্রায়াল সফটওয়্যারটির যেকোন নাম লিখে Create desktop short-cut বাটনে ক্লিক করুন।
ডেস্কটপে একটা শর্টকাট তৈরী হবে। এখন থেকে আপনি এই শর্টকাট ব্যবহার করেই ট্রায়াল সফটওয়্যারটি চালু করবেন।
৬. তারপর Exit বাটনে ক্লিক করুন ।
৭. তারপর ট্রায়াল প্রোগ্রামের আসল শর্টকাটটি delete করে দিন ।
এখানে দেখাচ্ছে Trial 19 days left কিন্তু এই সময় আর কমবে না সবসময় এটাই দেখাবে কারন সময়কে বেধেদেওয়া হয়েছে ।
এখন আপনি এই ট্রায়াল ভার্শন সফটওয়্যারকে ক্র্যাক/সিরিয়াল ছাড়াই আজীবন ব্যবহার করতে পারবেন।
ধন্যবাদ সবাইকে কষ্ট করে পোস্টটি পড়ার জন্য! দেখা হবে আগামি পোস্টএ। আল্লাহ হাফেজ..