অনেক দিন আগে একটা ইমেইল এসেছিল “Hollywood fx এর effect কিভাবে Ulead Video Studio তে ব্যবহার করা যায় “ এ বিষয় এর উপর নানা কারনে তা আর দেখানো হয়নি
আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা Hollywood fx এর effect , Ulead Video Studio তে ব্যবহার করবেন এ কাজের জন্য একটা plug in লাগবে ( মাত্র 70kb+ ) প্লাগ ইনটি এখান থেকে Download করুন এখন Plug in টি Extract করলে নিচের মত ফাইল দেখতে পাবেন
ও আর একটি কথা Hollywood fx Gold এবং Video Studio কিন্তু আপনার কম্পিউটারে Install থাকতে হবে।
এর পর সব ফাইল গুলো copy করে C:\Program Files\Ulead Systems\Ulead VideoStudio 10\Vfx_plug এ paste করুন । নিচে দেখুন
কাজ শেষ। কোন সমস্যা থাকলে comment করবেন বা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন ।
( Comments নিয়ে কিছু কথা : টেকটিউনস বিশেষ করে তাওহিদ ভাই , p.p. ভাই সহ এখানের অনেক ভাইদের কাছে আমি কৃতঙ্গ কারন যে কোন সমস্যাই তাদেরকে এত কাছে পাই যে কি আর বলব । বেশীরভাগ সময় টেকটিউনসের যে comment টা দেখা যায় তা হল ভাই এটা আর এক জায়গায় দেখেছি ।
এখন আমাকে কি কেউ বলতে পারবেন এখানে টিউন করে আমার কি লাভ হচ্ছে , কেউ তে আমাকে জোড় করছে না বা এর জন্য টাকা দিচ্ছে না তা হলে আমি কেন আপনাদের সাথে এটা share করছি আমি আপনাদের কে এটা Share করায় লাভটা কার হচ্ছে
অন্য জায়গায় কেন আরো ৫০ জায়গাই আপনি এটা দেখতে পারেন (আমার ব্লগ এ ই এটা প্রকাশিত হবে ) । আরো ৫০ বার এটা নিয়ে টিউন করা যাবে যদি তাতে সামান্যতম নতুনত্ব থাকে । একটা উদাহরন: আপনি চাইলে কম্পিউটারকে open করে ও আপনার hdd এ প্রবেশ করতে পারেন আবার Explore করে ও ঢুকতে পারেন । এখন কেউ একজন এই শিরোনাম একটা টিউন করল ”কিভাবে
আপনার hdd ঢুকবেন ” আর এতে সে যদি ১ম পদ্ধতি অর্থাৎ শুধু open করে Browse করার কথা উল্লেখ করেন আর ২য় উপায় টা উল্লেখ না করেন আর এটা সুধরাবার জন্য কেউ যদি নতুন টিউন করে ২টি পদ্ধতিই উল্লেখ করেন তবে সেটা কি করে copy করা হয় আমি বুঝতে পারি না !
এভাবে অনেক পুরাতন কিন্তু ভালে টিউন ই আমাদের চোখ এরিয়ে যায় কারন আমি টেকটিউনস আছি গত বছর থেকে আর এখনো আমি সব পোস্ট দেখতে পারি নাই এবং পারবও না কারন প্রতিদিন যে হারে টিউন হচ্ছে তাতে নতুন টিউন ই দেখে কুলাতে পারি না আর পুরাতন । আর এভাবে অনেক ভালে টিউন ই আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে আর সে সব টিউনসকে নতুন জীবন দিতে হলে সেটা কিছুটা customize করে আবার প্রকাশ করাই হল সবচেয়ে ভালে পদ্ধতি ।
আর এটা করার পর যখন ঐ মন্তব্য কপালে জোটে হায় ! তখন আর কিই বলার থাকে বলুন ? একটা বিষয় মনে রেখে comment করা উচিত আর সেটা হল এই টিউনটাতে নতুন করে কারো উপকার হচ্ছে কিনা । তো কোনো কিছু ভুল বললে বলবেন post টা remove করে দিব ।
সবাইকে ধন্যবাদ ভাল থাকবেন, প্রযুক্তির সাথেই থাকবেন ফেসবুকে আমি
সবাইকে ধন্যবাদ। ফেসবুকে আমি ভাল থাকবেন, প্রযুক্তির সাথেই থাকবেন - See more at: http://desitechtunes.blogspot.com/2014/02/blog-post.html#sthash.RFqdrB1V.dpuf
সবাইকে ধন্যবাদ ভাল থাকবেন, প্রযুক্তির সাথেই থাকবেন
ফেসবুকে আমি - See more at: http://desitechtunes.blogspot.com/2014/02/blog-post_2.html#sthash.96qsTWDV.dpuf